May 8, 2010

ইয়াহু মেসেঞ্জার/স্কাইপির নতুন ভাইরাস New version of Yahoo IM worm hits Skype

যারা ইয়াহু ইনষ্টান্ট মেসেঞ্জার ব্যবহার করেন তারা একটি ভাইরাসের আক্রমনের শিকার হচ্ছেন বেশকিছুদিন থেকে। নতুন আরেকটি ভাইরাস দেখা দিয়েছে যা ইয়াহু মেসেঞ্জার এবং স্কাইপি ব্যবহারকারীদের কম্পিউটারে আক্রমন করছে। এই দুটি সফটঅয়্যার ইনষ্টল করা থাকলে তবেই আক্রমনের ঘটনা ঘটে বলে জানা গেছে।
এরফলে স্ক্রীনে একটি মেসেজ দেখা যায়, জেপেগ ইমেজের লিংক এবং ক্লিক করার অপশন সহ। এতে ক্লিক করলে র‌্যাপিডশেয়ারের মত একটি ইন্টারফেস দেখায় এবং একটি জিপ ফাইল ডাউনলোড করতে বলে। সেখান থেকে পাওয়া যায় একটি উইন্ডোজ এক্সিকিউটেবল ফাইল (কম)।
এটা আক্রমন করে মেসেঞ্জার লিষ্ট অনুযায়ী ইমেইলের মাধ্যমে আপত্তিকর লিংক পাঠায়। ওয়ার্ড কিংবা এক্সেলে কাজ করলে সেখানেও হাজির হয়। এছাড়া এন্টিভাইরাস বন্ধ করে দেয়া, রিমোট কমান্ড অনুযায়ী কাজ করা, ইউএসবি ড্রাইভে নিজে থেকেই কপি করার মাধ্যমে অন্য কম্পিউটারে ছড়ানো এসব করে।
Bkis একে W32.Skyhoo.Worm নামে চিহ্নিত করেছে।
অপ্রয়োজনে কোন লিংকে ক্লিক করা থেকে বিরত থেকে এধরনের ভাইরাস আক্রমন থেকে রক্ষা পাওয়া যায়।

No comments:

Post a Comment