May 9, 2010

ভারতের থ্রিজি লাইসেন্সের দাম ২৬৫ কোটি ডলার ছাড়িয়ে গেছে India's 3G licence auction sees stellar price rise

ভারতের দ্রুতগতির থ্রিজি মোবাইল সেবার লাইসেন্সের নিলাম ২৬৫ কোটি ডলার ছাড়িয়ে গেছে। ভারতের সরকারী ওয়েবসাইটে এতথ্য প্রকাশ করা হয়েছে। লাইসেন্সের জন্য ২৬৫ কোটি ডলার দর হাকা হয়েছে যা তাদের সুচনা মুল্য থেকে সাড়ে ৩ গুন বেশি।
ভারতের প্রধান অপারেটর ভারতী এয়ারটেল এবং রিলায়েন্স টেলিকম্যুনিকেসন্স সহ মোট ৯টি প্রতিষ্ঠান অংশ নিয়েছে এই নিলামে। এ উপলক্ষ্যে শুধুমাত্র গতমাসেই ২ কোটি নতুন গ্রাহক মোবাইল সংযোগ নিয়েছে যা একটি নতুন রেকর্ড। গতমাসের ৯ তারিখে নিলাম শুরু হয়।
ভারতের টেলিযোগাযোগ মন্ত্রী এ রাজা বলেছেন ভারত এই নিলাম এবং পরবর্তী চ্যানেল বিক্রি থেকে থেকে ৫০ হাজার কোটি ভারতীয় রুপি পাওয়ার আশা করে। তাদের বড় ধরনের ঘাটতি বাজেটের জন্য তা সহায়ক ভুমিকা পালন করবে।
ভারত সবচেয়ে দ্রুত বর্ধনশীল মোবাইল ব্যবহারকারীর দেশ। বর্তমানে সেখানে ৫০ কোটির বেশি মোবাইল ফোন ব্যবহারকারী রয়েছে। এদের খুব সামান্যই কম্পিউটারের মাধ্যমে ইন্টারনেট ব্যবহারের সুযোগ পায়। থ্রিজি চালু হলে মোবাইল ফোনের মাধ্যমেই ইন্টারনেট ব্যবহার করা সম্ভব হবে।
তবে বিশ্লেষকদের মতে এই অতিমুল্য অপারেটরদের ওপর বড় ধরনের চাপ দৈরী করবে। বর্তমানে দাম কমানোর প্রতিযোগিতায় এমনিতেই অনেকে নাজুক অবস্থানে রয়েছে।

No comments:

Post a Comment