May 10, 2010

এইচপি হারিকেন ট্যাবলেট এবছরই HP Hurricane tablet running webOS rumored to be coming

বিশ্বের ১ নম্বর কম্পিউটার নির্মাতা সম্প্রতি তাদের স্লেট ট্যাবলেট প্রকল্প বাতিল করেছে। বলা হচ্ছে উইন্ডোজ ৭ ঠিকভাবে কাজ না করায় এই সিদ্ধান্ত নিতে হয়েছে। কিন্তু তাদের ট্যাবলেট প্রকল্প থেমে নেই। তারা পাম কিনেছে আগেই। তার অপারেটিং সিষ্টেম ওয়েবওএস ব্যবহার করে ট্যাবলেট তৈরী করছে। এর কোডনেম হারিকেন। কাজও শেষের দিকে। এবছরই তা বাজারে আসার কথা।
পাম এর তৈরী স্মার্টফোন প্রি এবং পিক্সি অত্যন্ত জনপ্রিয়। এপলের আইপ্যাডের থেকে এগিয়ে থাকতে শুরু থেকেই এতে মাল্টিটাস্কিং সুবিধে থাকবে। এমনকি এপলের যে বিশাল সফটঅয়্যার ভান্ডার তারসাথে প্রতিযোগিতা করার সামর্থ্যও রয়েছে এইচপির। বরং একে সত্যিকারের প্রতিদ্বন্দিতা করতে হতে পারে এন্ড্রয়েড অপারেটিং সিষ্টেমের ট্যাবলেটের সংগে। এরজন্য বর্তমানেই অনেক সফটঅয়্যার প্রচলিত এবং ঠিক কতগুলি কোম্পানী এন্ড্রয়েড ভিত্তিক ট্যাবলেট তৈরী করবে সেটাও অনিশ্চিত। অন্তত সফটঅয়্যার নির্মাতারা যখন অপারেটিং সিষ্টেম বেছে নেন তখন ওয়েবওএস বিবেচনায় ৩ নম্বরে।

No comments:

Post a Comment