আইপ্যাডের যুগে ল্যাপটপ কম্পিউটার যখন ছোট হয়ে আসছে তখন সনি তাদের ভাইও পি সিরিজের নতুন আলট্রা পোর্টেবল নোটবুকের ঘোষনা দিল। অর্তন্ত আকর্ষনীয় এই সাব-নোটবুকে জিপিএস, ডিজিটাল কম্পাস, এক্সিলারোমিটার থাকবে। এমনকি থ্রিজি, ওয়াইফাই কানেকটি পর্যন্ত।
এর প্রসেসর আপগ্রেড করে এটম জেড৫৪০ ব্যবহার করা হয়েছে। আগের মডেলের তুলনায় প্রায় ৩০ ভাগ দ্রুত কাজ করবে। এতে ৬৪ গিগাবাইট এসএসডি মডিউল এবং ২ গিগাবাইট র্যাম থাকবে।
অন্যান্য বৈশিষ্টের মধ্যে রয়েছে ৮ ইঞ্চি ডিসপ্লে, ১৬০০-৭৬৮ রেজ্যুলুশন, উইন্ডোজ ৭ ব্যবহারে সক্ষমতা। দুটি ইউএসবি পোর্ট এবং ব্লুটুথ কানেকটিভিটি থাকবে। ৫টি ভিন্ন ভিন্ন রঙে এটি ছাড়া হবে। জুন থেকেই এটা বাজারে পাওয়া যাবে। এখনও দাম জানানো হয়নি।
No comments:
Post a Comment