মাইক্রোসফট তাদের সফটঅয়্যারের জন্য সেবা দেয় ৫ বছর। এরপর এক্সটেন্ডেড সার্ভিস নামে অতিরিক্ত অর্থের বিনিময়ে আরো ৫ বছর। উইন্ডোজ ২০০০ এবং এক্সপি সার্ভিস প্যাক ২ এর জন্য এই সেবা বন্ধ হচ্ছে ১৩ জুলাই তারিখে। এরপর এই সফটঅয়্যারের কোন সমস্যার সমাধান তারা দেবে না। উইন্ডোজ ২০০০ ব্যবহারকারীরা যা করতে পারেন তা হচ্ছে নতুন কোন ভার্শন ব্যবহার করা। আর এক্সপি সার্ভিস প্যাক ২ ব্যবহারকারীরা সার্ভিস প্যাক ৩ ব্যবহার করে আরো কিছূদিন সেবা পাবেন।
উল্লেখ করা যেতে পারে যারা সার্ভিস প্যাক ছাড়া ভিসতা ব্যবহার করছেন তাদেরও সেবা বন্ধ হয়েছে এপ্রিলের ১৩ তারিখে।
No comments:
Post a Comment