May 11, 2010

ওয়াই-ফাইয়ের গতি বাড়তে পারে ১০ গুন Wi-Fi to boost data speeds more than 10 times

ওয়াই-ফাই নিয়ন্ত্রনকারী সংস্থা ওয়াই-ফাই এলায়েন্স জানাচ্ছে তারা নতুন এক প্রযুক্তি ব্যবহার করতে যাচ্ছে যারফলে ওয়াই-ফাই এর গতি ১০ গুন পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। এজন্য ওয়াই-ফাই এলায়েন্স যোগ দিচ্ছে অয়্যারলেস গিগাবিট এলায়েন্স-এর সাথে। যৌথভাবে তারা যে প্রযুক্তি আনবে তার নাম ওয়াই-গিগ। নতুন প্রযুক্তিতে ৬০ গিগাহার্টজ ফ্রিকোয়েন্সি ব্যবহার করা হবে।
নতুন এই প্রযুক্তি ব্যবহার শুরু হতে বছর দুয়েক সময় লাগতে পারে। অল্প দুরত্বে অস্বাভাবিক দ্রুতগতিতে ডাটা ট্রান্সফার করতে পারবে এই প্রযুক্তি।  বর্তমানে কেবল ব্যবহার করে এক যন্ত্রের সাথে আরেক যন্ত্রের যে সংযোগ তা প্রয়োজন হবে না। যেমন ব্লু-রে প্লেয়ার থেকে অয়্যারলেস টিভি এই দুইয়ের মধ্যে কেবল সংযোগ ছাড়াই ব্যবহার করা যাবে। ভিডিও ক্যামেরাও এই প্রযুক্তিতে যোগ দিতে পারে।
আরেকটি সংস্থা অয়্যারলেস-এইচডি কনসোর্টিয়াম একই ফ্রিকোয়েন্সি (৬০ গিগাহার্টজ)  ব্যবহার করে হাই ডেফিনিশন ভিডিওর জন্য ট্রান্সমিটার এবং রিসিভার তৈরীর কাজ করছে। এরও লক্ষ্য কেবলবিহীন ভিডিও যন্ত্রপাতি ব্যবহার।
দুটি প্রযুক্তি পাশাপাশি ব্যবহার হতে পারে কারন ইন্টেল, স্যামসাং, প্যানাসনিক, তোসিবার মত কোম্পানীগুলি দুটি গ্রুপেরই সদস্য।
এছাড়াও এই প্রযুক্তি দুটির সাহায্যে ভিডিওর মান কিছুটা কমিয়ে বর্তমান ওয়াই-ফাই ব্যান্ডেই (২.৪ গিগাহার্টজ এবং ৫ গিগাহার্টজ) ভিডিও বহন করা যাবে। এই ব্যবস্থার খরচ তুলনামুলক কম।

No comments:

Post a Comment