May 22, 2010

ভুয়া ক্লিকের অভিযোগে মাইক্রোসফটের মামলা Microsoft sues over 'click laundering' fraud

ওয়েবসাইটে বিজ্ঞাপনের লিংকে ক্লিক করলে টাকা পাওয়া যায়। ক্লিক যত বেশি টাকা তত বেশি। কাজেই কেউ কেউ বেশি ক্লিক দেখানোর চেষ্টা করবেন এটাই স্বাভাবিক। এধরনের অভিযোগেই মাইক্রোসফট মামলা করেছে রেড-অরবিট নামের এক প্রতিষ্ঠানের বিরুদ্ধে। তাদের অভিযোগ এক মাসে সেখানে আড়াই লক্ষ ডলারের ভুয়া ক্লিক দেখানো হয়েছে।
মাইক্রোসফটের এড-সেন্টার এধরনের বিজ্ঞাপন দেয়। একে আরো পরিচিত গুগলের এড-সেন্স এর সাথে তুলনা করতে পারেন। সেখানে রেজিষ্ট্রেশন করে আপনার ওয়েবসাইটে তাদের বিজ্ঞাপন রাখতে পারেন। সেখানে যতবার ক্লিক করা হবে আপনার একাউন্টে তত টাকা জমা হতে থাকবে।
নানারকম পদ্ধতিতে একাজ করা হয়। একধরনের মালঅয়্যার ব্যবহার করা হতে পারে যেখানে আপনি ক্লিক করবেন এক যায়গায় অথচ সেটা কাজ করবে বিজ্ঞাপন লিংকে। রেডঅরবিটের প্রধান এই অভিযোগ অস্বিকার করেছেন। আর ঠিক কিভাবে কাজটি হয়েছে জানার জন্য মাইক্রোসফট বেটা টেষ্টের আহ্বান জানিয়েছে।
রেডঅরবিটের ক্ষেত্রে বিষয়টি অস্বাভাবিক কারন অন্য সময়ের তুলনায় ২০০৯ সালের জানুয়ারী মাসে অস্বাভাবিক রকমের বেশি ক্লিক রেকর্ড হয়েছে। গ্রাফে লাল অংশগুলি সন্দেহভাজন ক্লিক।

No comments:

Post a Comment