May 22, 2010

বিনামুল্যে ফটোগ্রাফি শেখার ভিডিও AdoramaTV Educational Videos for Photography

আমেরিকার অন্যতম বৃহত ফটোগ্রাফি সামগ্রী বিক্রেতা এডোরামা ফটোগ্রাফারদের শেখার সুযোগ করে দিতে এডোরামা-টিভি নামে বিনামুল্যের প্রশিক্ষন ভিডিও ব্যবস্থা চালুর কথা জানিয়েছে। ফটোগ্রাফি সম্পর্কে আগ্রহি যেকেউ এর সাহায্যে উপকৃত হবেন। এমনিতে তারা ফটোগ্রাফির ট্রেণিং দেয় এবং ফটোগ্রাফির ওয়েবসাইট পরিচালনা করে। এবার তারসাথে ভিডিও চ্যানেল চালু করা হল।
একেবারে নবীন কিংবা প্রফেশনাল সকলের জন্যই উপযোগি এই টিউটোরিয়ালগুলি উপস্থাপন করেছেন পেশাদার ফটোগ্রাফার মার্ক ওয়ালেস। ষ্টুডিও কিংবা বাইরে যে কোন পরিস্থিতিতে ভাল ছবি উঠানোর বিষয়গুলি তুলে ধরেছেন তিনি। সেইসাথে বিভিন্ন পেশাদার ফটোগ্রাফার এবং ভিডিওগ্রাফারদের সাথে কথা বলেছেন। নতুন মডেলের ক্যামেরা, লেন্স, অন্যান্য উপকরন এমনকি মোবাইল ফোনের ফটোগ্রাফিও বাদ যায়নি তার আলোচনা থেকে।
সোমবার থেকে এগুলি ওয়েবসাইটে দেয়া শুরু হবে। সেখানে দেয়ার পর তাদের লার্নিং সেন্টার থেকে যেকোন সময় ব্যবহার করতে পারেন। ঠিকানা
অথবা ইউটিউবের মাধ্যমেও পেতে পারেন। ঠিকানা

No comments:

Post a Comment