May 28, 2010

হাই ডেফিনিশন ভিডিও সহ মোবাইল এসার ষ্ট্রিম Acer Stream official, Android 2.1 and 720p video inside

এসার তাদের ষ্ট্রিম নামের এন্ড্রয়েড ২.১ ভিত্তিক ফোনের আনুষ্ঠানিক ঘোষনা দিয়েছে। ৩.৭ ইঞ্চি টাচস্ক্রিন এমোলিড ডিসপ্লের রেজ্যুলুশন ৪৮০-৮০০। সাথে স্নাপড্রাগন ১ গিগাহার্টজ প্রসেসর, ৫১২ মেগাবাইট র‌্যাম। এই বর্ননা গুগলের নেক্সাস ওয়ানের মতই। তবে এখানেই থেকে নেই এসার। এতে থাকবে ২ গিগাবাইট বিল্টইন মেমোরী, ৮ গিগাবাইট কার্ড। এরপরও এই সেটের পুরুত্ব মাত্র ১১.২ মিলিমিটার।
এরসাথে যোগ হয়েছে এইচ.২৬৪, এক্সভিড এবং ডব্লিউএমভি এইচডি কোডেক। এইচডিএমআই পোর্ট। ৫ মেগাপিক্সেল ক্যামেরা, হাইডেফিনিশন ৭২০পি ভিডিও রেকর্ডিং, বিল্টইন জিপিএস সবকিছুই রয়েছে এতে।
কানেকটিভি হিসেবে রয়েছে ব্লুটুথ, ওয়াইফাই ৮০২.১১এন, থ্রিজি। এর মাল্টিমিডিয়া যদি এখনও যথেষ্ট মনে না হয় তাহলে আরো যোগ করুন ডলবি মোবাইল প্রযুক্তি।
অপারেটিং সিষ্টেম হিসেবে এন্ড্রয়েড ২.১, সোস্যাল নেটওয়ার্কিং ইত্যাদি সবই রয়েছে এতে। আনুষ্ঠানিকভাবে এরকথা জানালেও বিক্রির সময় কিংবা দাম জানানো হয়নি।  

No comments:

Post a Comment