April 17, 2010

সানিও ১৪ মেগাপিক্সেল ছবিসহ ফুল এইচপি ক্যামেরা Sanyo Xacti, DMX-CG100 and DMX-GH1

সানিওর এক্সাক্টি সিরিজের ক্যামেরা ইন্টারনেট ভিডিওর জন্যই পরিচিত। তাদের নতুন দুটি ক্যামেরা উচুমানের ষ্টিল ছবি উঠানো সহ ফুল হাই ডেফিনিশন ভিডিও করবে। পাতলা, ছোট আকারের ডুয়াল ক্যামেরাগুলির এরফলে সৌখিন ক্যামেরার পর্যায় থেকে পরিনত হচ্ছে ফটোগ্রাফি এবং ভিডিও ক্যামেরায়।
এক্সাক্টি ডিএমএক্স জিএইচ১ ক্যামেরাটি দেখতে সাধারন ক্যামকোর্ডারের মত। অন্যদিকে ডিএমএক্স-সিজি১০০ তাদের আগের মডেলগুলির মত।
ক্যামেরাগুলির মুল বৈশিষ্ট ফুল হাই ডেফিনিশন (১৯২০-১০৮০ (৬০-আই)) ভিডিও রেকর্ডিং এবং ১৪ মেগাপিক্সেল ষ্টিল ছবি উঠানোর সুবিধে।  এতে এমপেগ-৪ এভিসি কোডেক ব্যবহার করা হয়েছে এবং উইন্ডোজ ৭ এর সাথে সরাসরি কাজ করবে।
ক্যামেরাগুলিতে রয়েছে ডাবল রেঞ্জ জুম। ওয়াইড এঙ্গেল থেকে ১৪ এক্স টেলিফটো। সানিও নিজস্ব ডাবল রেঞ্জ জুম ব্যবস্থায় একটি বাটন টিপে ওয়াইড মোড এবং টেলি মোডে পরিবর্তন করা যায়।
এছাড়া ডিজিটাল ইমেজ ষ্ট্যাবিলাইজেশন, ভিডিওর জন্য ফেস চেজার ফাংশন, রিভার্স সিকোয়েন্সিয়াল শট ফাংশন ইত্যাদি রয়েছে।
এসডি/এসডিএইচসি/এসডিএক্সসি কার্ডের পাশাপাশি আই-ফাই কার্ড ব্যবহার করা যাবে এতে।

No comments:

Post a Comment