April 17, 2010

এপল এএমডি প্রসেসর ব্যবহার করতে যাচ্ছে Apple pondering AMD chips

এপল ইনসাইডার জানাচ্ছে এপল ভবিষ্যতে এএসডি প্রসেসর ব্যবহার করতে যাচ্ছে। সেটা নিশ্চয়ই সম্ভব তবে বিষয়টি এখনও গুজবের পর্যায়ের।
অন্যভাবে দেখলে এপল এএমডির চিপ ব্যবহার করে। তাদের কম্পিউটারে এটিআই গ্রাফিক্স প্রসেসর ব্যবহার করে যা এএমডির। কিন্তু এখানে বলা হয়েছে ইন্টেলের মত মুল প্রসেসরের কথা। ২০০৬ সাল থেকে এপল ইন্টেল প্রসেসর ব্যবহার করছে।
যদি বাস্তবে এটা ঘটে তাহলে সেটা এএমডির জন্য বড় ধরনের সাফল্য। ইন্টেলের সাথে প্রতিদ্দন্দিতায় তারা বরাবরই পিছিয়ে। আর তাদের মোবাইল প্রসেসর মান ইন্টেলের সাথে তুলনা করার মত না।
এপল-এএমডি আলোচনার মুল কারন হিসেবে উল্লেখ করা হচ্ছে চিপসেটের সীমাবদ্ধতা। মুল প্রসেসরের সাথে এটা ব্যবহার করা হয়। বর্তমান ইন্টেল কোর-আই প্রসেসরের সাথে বাধ্য হয়ে ইন্টেল চিপসেট ব্যবহার করতে হয়। আগে এপল এনভিডিয়া চিপসেট ব্যবহার করত যা এখন করা যায় না।
আরেকটি কারন হতে পারে প্রসেসররের জন্য দ্বিতীয় উস হাতে রাখা।
এপল কিংআ এএমডি কেউই এবিষয়ে তাদের মত জানায়নি।

No comments:

Post a Comment