April 17, 2010

মাইক্রোসফট অফিস ২০১০ চুড়ান্ত Microsoft finalizes Office 2010

মাইক্রোসফট জানিয়েছে তারা তাদের অফিস সফটঅয়্যারের নতুন ভার্শনের কাজ শেষ করেছে। এতে রয়েছে অফিস ২০১০, শেয়ারপয়েন্ট ২০১০, ভিজিও ২০১০ এবং প্রোজেক্ট ২০১০। বর্তমানে সফটঅয়্যার আরটিএম (রিলিজ টু ম্যানুফ্যাকচারিং) পর্যায়ে রয়েছে এবং আগামী ১২ মে তারিখে নিউ ইয়র্কে এর আনুষ্ঠানিক উদ্বোধনের কথা রয়েছে।

নতুন ভার্শনের সবচেয়ে উল্লেখযোগ্য পরিবর্তন হচ্ছে এর বিনামুল্যের ইন্টারনেট ভার্শন। নিজের কম্পিউটারে ইনষ্টল না করেও ইন্টারনেটে ওয়ার্ড, এক্সেল ইত্যাদি সফটঅয়্যার ব্যবহার করা যাবে।
আর ডেস্কটপ ভার্শনের পরিবর্তনের মধ্যে রয়েছে এই প্রথমবারের মত ৬৪ বিট ভার্শন, পাওয়ারপয়েন্টের মধ্যে ভিডিও এডিটিং, ওয়ার্ডের মধ্যে ইমেজ এডিটিং ইত্যাদি।

No comments:

Post a Comment