April 14, 2010

মোবাইল ফোনে টিভি রেকর্ড করা যাবে Qualcomm to let phones record mobile TV shows

মোবাইল ফোন কিংবা এধরনের অন্য ডিভাইস ব্যবহার করে ক্যালকমের টিভি সম্প্রচার দেখার ব্যবস্থার কথা হয়ত জানেন। এমন মোবাইল ফোন পাওয়া যায় যেখানে এই ব্যবস্থায় টিভি দেখা যায়। ক্যালকম জানাচ্ছে এবছরই এমন ব্যবস্থা চালু করতে যাচ্ছে যেখানে কেউ ইচ্ছে করলে টিভি অনুষ্ঠান রেকর্ড করে রাখার সুবিধে পাবে।
এই ব্যবস্থায় ব্যবহারকারী অনুষ্ঠান রেকর্ড করে রেখে পরে দেখতে পাবেন। বর্তমানে টিভি দেখার জন্য মাসিক হারে টাকা দিতে হয়। এক ডজন চ্যানেলের জন্য মাসে ১০ থেকে ১৫ ডলার। তারা এই ব্যবস্থারও পরিবর্তন করে দিন হিসেবে টাকা দেয়ার ব্যবস্থা আনতে যাচ্ছে। এছাড়া সফটঅয়্যারের মাধ্যমে ইন্টারএকটিভিটি আনা হচ্ছে। ক্লিক করে অনুষ্ঠান সম্পর্কে বিস্তারিত জানা যাবে, কিংবা বিজ্ঞাপনে ক্লিক করে কিছু কেনা যাবে। শুধুমাত্র সফটঅয়্যার আপগ্রেড করেই এই পরিবর্তনগুলি করা হবে বলে জানিয়েছে ক্যালকম।
এই মুহুর্তে তাদের ফ্লো টিভির ব্যবহার খুব বেশি তা বলা যায় না। তারা একে ওয়াই-ফাই এর আওতায় আনার চেষ্টা করছে। এরফলে আইফোন সহ বহু স্মার্টফোন ব্যবহারকারী তাদের গ্রাহক হওয়ার সুযোগ পাবেন।

No comments:

Post a Comment