April 14, 2010

সব ক্যামেরার জন্য ১ লেন্স One lens fits all dSLR

এসএলআর ক্যামেরায় ভিডিওর ব্যবহার দ্রুতগতিতে বাড়ছে। সৌখিন কিংবা পেশাদার ফটোগ্রাফাররাই নন, ভিডিও এবং চলচ্চিত্র নির্মাতারাও এর সুবিধে নিচ্ছে। সমস্যা একটাই, প্রয়েজিনীয় ক্যামেরা এবং ভাল লেন্স। ক্যামেরার সাথে মিল রেখে লেন্স কিনতে হয়। লিন্স নির্মাতা কার্ল জিস তৈরী করেছে এই কাজের জন্যই সিনে লেন্স। তবে সবচেয়ে বড় বৈশিষ্ট, এই লেন্স ব্যবহার করা যাবে যে কোন ক্যামেরায়। 
প্রতিটি এসএলআর ক্যামেরার লেন্স লাগানোর পদ্ধতি আলাদা। লেন্স কেনার সময় দেখে নিতে হয় সেটা কোন ক্যামেরার জন্য, কিংবা লাগানোর পদ্ধতি কি। পিএল কিংবা ইএফ কিংবা এফ। বিষয়টি যদি ক্যামেরায় পরিবর্তনের ব্যবস্থা থাকে তাহলে লেন্সেই বা নয় কেন ?
একাজটিই করেছে কার্ল জিস। তাদের লেন্সের লাগানোর ব্যবস্থা পাল্টানো যায়। আপনি যদি একাধিক ব্রান্ডের ক্যামেরা ব্যবহার করেন তাহলেও এই লেন্স ব্যবহার করা যাবে সব যায়গায়। একই মান পাবেন।
কম্প্যাক্ট প্রাইম সিপি-২ নামের এই লেন্সে একটি সাধারন টি-২.১ এপারচার ব্যবহার হবে। এর টি-স্টপ আউট অব ফোকাস অবজেক্টকে দেখাবে সুন্দরভাবে। পাওয়া যাবে স্বচ্ছ ছবি।
লাস ভেগাসের মেলায় লেন্সটি এনেছে কার্ল জিস। বাজারে পাওয়া যাবে জুন ২০১০ থেকে।

No comments:

Post a Comment