জার্মানীর এক কোম্পানী এমন ট্যাবলেট পিসি বাজারে আনছে যা সরাসরি এপলের আইপ্যাডকে চ্যালেঞ্জ করবে। এমনকি কোনকোন দিকে তাকেও ছাড়িয়ে যাবে। আইপ্যাডের চেয়ে এর স্ত্রীন বড়, সাথে ওয়েব ক্যাম এবং ইউএসবি পোর্ট রয়েছে। দুটি ইউএসবি পোর্ট ব্যবহার করে ধরনের ডিভাইসের সাথে সংযোগ দেয়া যাবে। সেই সাথে ব্যবহারকারী সব ধরনের সফটঅয়্যার ব্যবহারের সুযোগও পাবেন। উইপ্যাড নামের এই ট্যাবলেট পিসির কমদামী ভার্শনে ওয়াইফাই কানেকটিভিটি এবং ১৬ গিগাবাইট যায়গা থাকবে। দাম ৬০০ ডলার। আরো দামী ভার্শনে ৩২ গিগাবাইট যায়গা এবং দ্রুতগতির থ্রিজি মডেম থাকবে।
উইপ্যাডের স্ক্রিন ১১.৬ ইঞ্চি। এতে ইন্টেল প্রসেসর ব্যবহার করা হয়েছে। অপারেটিং সিষ্টেম হিসেবে ব্যবহার করা হয়েছে লিনাক্স। গুগলের এন্ড্রয়েড কিংবা ফ্লাশ ব্যবহার করা যাবে এতে।
এর নির্মাতা নিওফোনি জানিয়েছে এরই মধ্যে ২০ হাজারের মত ক্রেতা আগ্রহ দেখিয়েছে এতে। তাদের পক্ষ থেকে বলা হয়েছে তারা হাজার কিংবা লক্ষ নিয়ে ভাবছেন না, বরং এরচেয়ে বহু বেশি বিক্রি হবে এবছরের মধ্যেই।
No comments:
Post a Comment