April 28, 2010

প্যারাগন ড্রাইভ কপি ১০ বাজারে Paragon Drive Copy 10 Personal

প্যারাগন সফটঅয়্যার তাদের প্যারাগন ড্রাইভ কপি এর নতুন ভার্শন ১০ পার্সোনাল রিলিজ দিয়েছে। এটা ব্যবহার করে আপনার কম্পিউটারে যাকিছু আছে, অপারেটিং সিষ্টেম, ইনষ্টল করা সফটঅয়্যারসহ, তার ভার্চুয়াল কপি তৈরী করতে পারেন। ইউএসবি ড্রাইভে এটা রাখা যাবে। প্রয়োজনে সেখান থেকে যেমন আগের কম্পিউটারে আনা যাবে তেমনি যদি অন্য কোন কম্পিউটারে প্রয়োজন হয় তাহলে ভার্চুয়াল প্লেয়ার ইনষ্টল করে সেটাকেই আপনার কম্পিউটার হিসেবে ব্যবহার করা যাবে। যারফলে এটা হাতে থাকলে যেকোন কম্পিউটারকেই নিজের কম্পিউটারের মত ব্যবহার করা যাবে।

এতে যে সুবিধেগুলি পাওয়া যাবে তা হচ্ছে;
.          কম্পিউটারের সমস্ত কিছু পোর্টেবল মিডিয়ায় নেয়া যাবে।
.          কম্পিউটারের সমস্তকিছু সহজে অন্য কম্পিউটারে স্থানান্তর করা যাবে।
.          নতুন এডাপটিভ রি-ষ্টোর এবং স্মার্ট ড্রাইভার ইনজেকটর ব্যবহার করে ভিন্ন হার্ডঅয়্যারে এই সিষ্টেম কাজ করানো যাবে।
.          সব ধরনের ভার্চুয়ালাইজেশন সফটঅয়্যারের সাথে কাজ করে।
.          ফিল্টার ব্যবহার করে নির্দিষ্ট ফাইল বাদ দেয়া যাবে।
১৫ বছর ধরে প্যারাগন ইউটিলিটি সফটঅয়্যার তৈরী করে আসছে। এদের অন্যান্য সফটঅয়্যারের মধ্যে পাটিশন ম্যাজিক অত্যন্ত জনপ্রিয় যা দিয়ে সফটঅয়্যার ইনষ্টলড অবস্থা ডিস্ক পার্টিশন করা যায়।

No comments:

Post a Comment