April 27, 2010

১২ মেগাপিক্সেল ক্যামেরা, এইচডি ভিডিও নিয়ে নোকিয়া এন-৮ এর ঘোষনা Nokia N8 goes official with 12MP camera and HD video

এতদিন ছিল জল্পনা, এখন আনুষ্ঠানিক ঘোষনা।নোকিয়ার এন-৮ ক্যামেরায় ১২ মেগাপিক্সেল ক্যামেরা থাকবে, থাকবে হাই ডেফিনিশন ভিডিও রেকর্ডিং সুবিধে। ক্যামেরায় থাকবে কার্ল জিস লেন্স এবং জিনন ফ্লাশ। এছাড়া এতে দুধরনের টিভি-আউটপুটের ব্যবস্থাও থাকবে।
নোকিয়া জানিয়েছে এতে যে ১২০০ মিলিএম্পিয়ার আওয়ার ব্যাটারী ব্যবহার করা হয়েছে তা দিয়ে ৩ ঘন্টা ২০ মিনিটের ভিডিও রেকর্ড করা যাবে কিংবা ৭ ঘন্টা ভিডিও প্লে করা যাবে। কথা বলা যাবে ১২ ঘন্টা, গান শোনা যাবে ৫০ ঘন্টা।
যায়গার সমস্যাও হবে না। এতে রয়েছে ১৬ গিগাবাইট মেমোরী, সাথে ৩২ গিগাবাইট পর্যন্ত মেমোরীকার্ড ব্যবহারের সুযোগ। ডিসপ্লে হিসেবে ৩.৫ ইঞ্চি ক্যাপাসিটিভ টাচস্ক্রিন। আর কানেকটিভিটি হিসেবে জিএসএম/এজ, ৫ ব্যান্ড থ্রিজি, ওয়াইফাই, ব্লুটুথ ২.১, জিপিএস এসবও রয়েছে। মাইক্রোইউএসবি, বিল্টইন এফএম ট্রান্সমিটার এবং অবশ্যই অভি ম্যাপ।
এন-৮ প্রথম ফোন যেখানে সিমবিয়ান ৩ ব্যবহার করা হচ্ছে। একইসাথে এতে সিমবিয়ান এবং মি-গো সফটঅয়্যার ব্যবহার করা যাবে।
বছরের তৃতীয়ভাগে এটা বাজারে পাওয়া যাবে। দাম আনুমানিক ৫০০ ডলার। ৫টি ভিন্ন ভিন্ন রঙে সেটটি বাজারে ছাড়ার কথা।

No comments:

Post a Comment