April 28, 2010

নাইকনের ২০০-৪০০ জুম লেন্স AF-S Nikkor 200-400mm f/4G ED VR II

নাইকন নতুন ২০০-৪০০ মিমি ভিআর-২ আলট্রা জুম লেন্সের ঘোষনা দিয়েছে। তাদের ইমেজ ষ্ট্যাবিলাইজেশন ব্যবস্থা ভিআর-২ (ভাইব্রেশন রিডাকশন) কে আগে অন্য লেন্সে ব্যবহার করা হয়েছে। এবার এখানে ব্যবহার করা হল।  এতে একটিভ ভিআর মোড এবং অটোমেটিক প্যানিং ডিটেকশন চলমান অবস্থা থেকেও (যেমন চলন্ত গাড়ি) স্থির ছবি উঠাতে সাহায্য করবে।

অন্যান্য বৈশিষ্টের মধ্যে যোগ করা হয়েছে ভিআরকে  ডি-মুভিতে ব্যবহার করার ব্যবস্থা। ভিডিও করার সময় ষ্ট্যাবিলাইজড এইচডি ভিডিও পাওয়া যাবে এতে। এছাড়া এতে নাইকনের নিজস্ব ন্যানো কৃষ্টাল কোট ব্যবহার করায় ঘোষ্টিং এবং ফ্লেয়ার কমবে। নতুন অটোফোকাস মোডে অটোফোকাস প্রায়োরিটি কাজ করবে, এমনকি ফোকাস রিং ব্যবহারের সময়ও।
লেন্সের স্পেসিফিকেশন
Focal length 200-400mm
Aperture f/4
Lens construction 24 elements in 17 groups
Picture angle 12°20´- 6°10´ (8°- 4° for Nikon DX format)
No. diaphragm blades 9 (rounded)
Closest focusing distance 2.0m/6ft. (AF); 1.95m/6.4ft. (MF)
Filter/attachment size 52mm
Diameter x length Approx. 124 x 365.5mm
Weight 3,360g

মে মাসের শেষদিকে এটা বিক্রি শুরু হবে।

No comments:

Post a Comment