April 28, 2010

নকল এন্টিভাইরাস থেকে সাবধান Fake anti-virus software a growing online threat

গুগল বলেছে নকল এন্টিভাইরাস সফটঅয়্যার কম্পিউটারের জন্য সবচেয়ে বড় ঝুকি এবং তা ক্রমশ বাড়ছে। এধরনের সফটঅয়্যারগুলি ব্যবহারকারীকে অলিক ভাইরাসের কথা বলে বিশেষ এন্টিভাইরাস ইনষ্টল করতে বলে। আর সেটা করলে খুব সহজেই তাদের নিজেদের কোড ছড়িয়ে দিতে পারে।
২৪ কোটি ওয়েব পেজ পর্যালোচনা করে গুগল জানিয়েছে গত ১৩ মাসে তারা যতগুলি ক্ষতিকর সফটঅয়্যারের সন্ধান পেয়েছে তার ১৫ ভাগই এধরনের এন্টিভাইরাস।
বিশেষ করে ইন্টারনেট ব্যবহারের সময় ব্যবহারকারী তার কম্পিউটারে ভাইরাসের আক্রমন হয়েছে বলে শতর্ক  করে এবং বিশেষ এন্টিভাইরাস দিয়ে তা স্ক্যান করতে পরামর্শ দেয়। সেটা করলেই কম্পিউটারে হ্যাকারদের নিজস্ব সফটঅয়্যার ইনষ্টল হয়ে যায়। এরপর কম্পিউটারের সবরকম তথ্য তারা সংগ্রহ করতে পারে যারমধ্যে ক্রেডিট কার্ডের তথ্যও থাকতে পারে। গুগলের মতে অধিকাংশ ব্যবহারকারী এধরনের প্রতারনায় সাড়া দেয়।
গুগল জানিয়েছে তারা এধরনের ওয়েবসাইট শনাক্ত করে তাকে বাদ দেয়ার জন্য তাদের ফিল্টার ব্যবস্থাকে আরো উন্নত করেছে।

No comments:

Post a Comment