April 30, 2010

নাসার জন্য ক্যামেরা তৈরী করছেন জেমস ক্যামেরন James Cameron building 3D cam for Mars rover

অস্কার বিজয়ী অবতারের পরিচালক জেমস ক্যামেরন আমেরিকার মহাকাশ গবেষনা সংস্থা নাসার জন্য থ্রিডি ক্যামেরা তৈরী করছেন। আগামী মঙ্গল অভিযানে এই ক্যামেরা ব্যবহার করা হবে। ক্যামেরন আশা করেন এই ক্যামেরার সাহায্যে উচু মানের থ্রিডি ছবির সাহায্যে মঙ্গলের সত্যিকারের চেহারা তুলে ধরা যাবে সাধারনের সামনে।
ক্যামেরা তৈরীর জন্য ক্যামেরন কাজ করছেন সান ডিয়াগোর মালিন স্পেস সাইন্স সিস্টেমস-এ। এরই মধ্যে নাসার জন্য ৩৪মিমি এবং ১০০ মিমি ফিক্সড ফোকাল লেন্থ লেন্স সরবরাহ করা হয়েছে নাসার কাছে। অবতার তৈরীর সময় ক্যামেরন হাল্কা ওজনের থ্রিডি ক্যামেরা তৈরী করে নিয়েছিলেন। সেই অভিজ্ঞতাই কাজে লাগানো হচ্ছে।
মার্স সাইন্স ল্যাবরেটরী আগামী বছরে মঙ্গল অভিযানে কিউরিওসিটি নামের যান পাঠাবে বলে জানানো হয়েছে।

No comments:

Post a Comment