April 30, 2010

স্যামসাং এনএক্স-১০ এর বিশেষ ভার্শন Samsung NX10 special edition, White

স্যামসাং তাদের জনপ্রিয় মাইক্রো ফোর থার্ড ক্যামেরা এনএক্স-১০ ক্যামেরার ৩টি বিশেষ ভার্শনের ঘোষনা দিয়েছে। ২ মাসে কোরিয়ায় ক্যামেরার ১০ হাজার বিক্রির কথা জানিয়েছিল স্যামসাং। তার ৩ সপ্তাহ পর জানাচ্ছে বিক্রি ২০ হাজার ছাড়িয়ে গেছে। এ উপলক্ষ্যে এই ব্যবস্থা নেয়া হয়েছে।
স্যামসাং এনএক্স-১০ হোয়াইট নামের মডেলে ৩০মিমি এফ/২ প্রাইম লেন্সকে কিটলেন্স হিসেবে দেয়া হবে। অন্য দুটি মডেলে এর সাথে দুটি অথবা তিনটি লেন্স নেয়া যাবে। বাকি লেন্সগুলি হচ্ছে ১৮-৫৫মিমি এবং ৫০-২০০ মিমি লেন্স।
বিশেষ এই ভার্শনটি অবশ্য সব দেশে বিক্রি হবে না। চীন, কোরিয়া, নেদারল্যান্ড এবং আমেরিকাতে বিক্রির কথা বলা হয়েছে। বাকি বিশ্বের কখন বিক্রি করা হবে জানানো হয়নি।
উল্লেখ করা যেতে পারে ১৪ মেগাপিক্সেল এই ক্যামেরার ভিউয়িং সিষ্টেম বাদে সবকিছুই এসএলআর ক্যামেরার। অনেকে একে সিংগেল লেন্স ডিরেক্ট ভিউ ক্যামেরা বলে থাকেন।

No comments:

Post a Comment