April 30, 2010

ফটোগ্রাফি ব্লগারদের জন্য ই-বুক Free Blog Guide for Photographers

আপনি যদি ফটোগ্রাফি নিয়ে ব্লগ করতে চান, অথবা ইতিমধ্যেই এধরনের ব্লগ থাকে তাহলে বিভিন্ন বিষয়ে আরো জানার জন্য পেতে পারেন বিনামুল্যের ফটোগ্রাফি ব্লগ হ্যান্ডবুক। বইটি প্রকাশ করেছে ফটোগ্রাফি ওয়েবসাইট, ফটোবিক্রেতা এবং সংরক্ষন সংস্থা ফটোসেল্টার। সৌখিন ফটোগ্রাফাররা যেমন তাদের ছবি শেয়ার করার পরামর্শ পাবেন তেমনি প্রফেশনাল ফটোগ্রাফারও পাবেন ছবি বিক্রির পদ্ধতি সম্পর্কে জ্ঞান।
একেবারে সাধারন কিছু প্রশ্ন, যেমন কেন ব্লগ ব্যবহার করবেন, কিভাবে ব্লগ থেকে আয় করবেন, ব্লগের জন্য কিভাবে সময় বের করবেন এসব প্রশ্নের ব্যাখ্যা দেয়া হয়েছে।
৩৫ পৃষ্ঠার এই বই সরাসরি অনুসরন করার মত করে লেখা। বইটি ডাউনলোড করা ছাড়াও বিনামুল্যে তাদের ওয়েবিনারে যোগ দেয়ার সুযোগও দেয়া হয়েছে। এতে ফটোগ্রাফারদের জন্য ব্লগিং, সোস্যাল মিডিয়া, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, গুগল এনালাইটিক, ওয়েব সাইট অপটিমাইজেশন ইত্যাদি বিষয়ে জানা যাবে।
বইটি ডাউনলোড করা যাবে এখান থেকে
উল্লেখ করা যেতে পারে সারা বিশ্বের ৫০ হাজারের বেশি ফটোগ্রাফার ফটোসেল্টার ব্যবহার করেন।

No comments:

Post a Comment