February 11, 2010

ইউটিউব ফিল্টার ব্যবহার করছে YouTube to Filter Sex, Violence, Foul Language

ইউটিউব জানিয়েছে তারা তাদের সাইট থেকে যৌনতা, সহিংসতা, আপত্তিকর বক্তব্যসম্বলিত বিষয়গুলি বাদ দেবে। সেফটি মোড নামের এই অপশনাল ফিল্টার ব্যবহার করে ব্যবহারকারী টেক্সট কমেন্ট হাইড করে রাখতে পারবে, যেখানে প্রায়ই আপত্তিকর বক্তব্য দেখা যায়।
ইউটিউব বহু আগে থেকেই পর্নগ্রাফিসহ সহিংসতা এবং আপত্তিকর ভিডিওর বিপক্ষে। সেফটি মোড আরেকটি পদক্ষেপ। পুরোপুরি বন্ধ করা হচ্ছে না কারন অনেকসময় সহিংসতার ভিডিও গুরুত্বপুর্ন খবরের অংশ। যেমন সহিংস আন্দোলন কিংবা যুদ্ধের ভিডিও।
ইউটিউবের সাথে সম্পর্কিত অন্যান্য লিংকের জন্যও এই ফিল্টার কাজ করবে। যেমন রিলেটেড ভিডিও, ফিচার ভিডিও, মোষ্ট ভিউড ইত্যাদি। তবে ইউটিউব এর সীমাবদ্ধতার কথা স্বিকার করে জানিয়েছে সেফটি মোড পুরোপুরি কাজ করবে এমন কথা নেই। কোন ফিল্টারই শতভাগ সাফল্য দেয় না, এটাই তাদের বক্তব্য।

No comments:

Post a Comment