February 11, 2010

প্রযুক্তি ব্যবহারে সুইডেন ১ নম্বরে Sweden beats U.S. to top tech usage ranking

প্রযুক্তি ব্যবহারের দিক থেকে আমেরিকাকে পেছনে ফেলে ১ নম্বর স্থান দখল করেছে সুইডেন। নেটওয়ার্ক, মোবাইল ফোন, কম্পিউটার ইত্যাদির সাহায্যে টেলিযোগাযোগ ব্যবহারের হিসেবে একথা জানানো হয়েছে। প্রযুক্তি ব্যবহারে দক্ষতা এবং আরো বহু বিষয় বিবেচনায় এনে এই জরিপ চালানো হয়েছে।
লন্ডন বিজনেস স্কুলের প্রফেসর লিওনার্ড ওয়েভারম্যান তার কানেকটিভিটি স্কোরকার্ড নামের এই গবেষনার ফল উল্লেখ করে বলেন, সুইডেন শুধু প্রথমস্থানে আছে এটাই না, বরং সেখান থেকে সরে যাওয়ার কোন লক্ষনও নেই। অন্যদিকে শিলট্প এবং সেবাখাতের শিক্ষায় আমেরিকা ক্রমেই পিছিয়ে পড়ছে।
এই তালিকায় সুইডেনের পর দ্বিতীয় অবস্থানে রয়েছে আমেরিকা। তৃতীয় স্থানে নরওয়ে। গতবছর নরওয়ে ৫ম স্থানে ছিল। উন্নত দেশের বাইরে উন্নয়নশিল দেশের মধ্যে শীর্ষে নাম রয়েছে মালয়েশিয়ার। তাদের পর রয়েছে দক্ষিন আফ্রিকা।
উন্নত ১০টি দেশ হচ্ছে ক্রমানুসারে সুইডেন, আমেরিকা, নরওয়ে, ডেনমার্ক, নেদারল্যান্ড, ফিনল্যান্ড, অষ্ট্রেলিয়া, বৃটেন, কানাডা এবং জাপান।
উন্নয়নশীল দেশগুলি মালয়েশিয়া, দক্ষিন আফ্রিকা, চিলি, আর্জেন্টিনা, রাশিয়া, ব্রাজিল, তুরস্ক, মেক্সিকো, কলম্বিয়া এবং ইউক্রেন।

No comments:

Post a Comment