February 11, 2010

এপলের আইপ্যাড তৈরীর খরচ ২২৯ ডলার iPad costs $229 to produce

এপলের আইপ্যাড তৈরীতে খরচ হয় ২২৯ ডলার। গবেষনা প্রতিস্ঠান আই-সাপ্লাই এই তথ্য দিয়েছে। যেহেতু এখনও আইপ্যাড বাজারে আসেনি সেহেতু তাদেরকে কাল্পনিক হিসেব করতে হয়েছে। আইপ্যাড, অনেকটাই বড় আকারের আইফোনের মত যন্ত্র, একই অপারেটিং সিষ্টেম ব্যবহার করে বাজারে আসার কথা আগামী মাসে।
এপল সবচেয়ে কম দামের ভার্শনের এর দাম ঠিক করেছে ৪৪৯ ডলার। এতে ১৬ গিগাবাইট ফ্লাশ মেমোরী থাকবে। আই-সাপ্লাইয়ের হিসেবে এটা তৈরীর যন্ত্রপাতির খরচ ২১৯.৩৫ ডলার। এরসাথে আরো ১০ ডলার তৈরীর খরচ। সবচেয়ে দামী আইপ্যাড তৈরীতে খরচ ৩৩৫ ডলার এবং মধ্যম মানের আইপ্যাডের খরচ ২৮৭ ডলার।
বিশ্লেষকদের ধারনা প্রথম বছরে এপল ২০ লক্ষ থেকে ৫০ লক্ষ এর মাঝামাঝি সংখ্যক আইপ্যাড বিক্রি করবে।

No comments:

Post a Comment