February 11, 2010

প্যানাসনিকের ৩-মোস এইচডি ক্যামকোর্ডার Panasonic's New 3MOS HD Camcorders HS700 and TM700

প্যানাসনিক দুটি উচুমানের ফুল হাই-ডেফিনিশন ভিডিও ক্যামেরার ঘোষনা দিয়েছে। ৩টি সিমোস সেন্সরের এই ক্যামেরা অল্প আলোতেও প্রায় বাস্তবের মত ভিডিও করবে। HDC-HS700 মডেলে ২৪০ গিগাবাইট হার্ডডিস্ক ছাড়াও এসডি/এসডিএইচসি/এসডিএক্সসি কার্ড এবং HDC-TM700 মডেলে ৩২ গিগাবাইট বিল্টইন মেমোরী ছাড়াও কার্ড ব্যবহারের সুযোগ রয়েছে। দুটি ক্যামেরাতেই ৩৫মিমি ওয়াইড লেইকা লেন্স ব্যবহার করা হয়েছে এবং ম্যানুয়েল রিং রয়েছে।
১৯২০-১০৮০ রেজ্যুলুশনের ভিডিওর পাশাপাশি এগুলি ১৪ মেগাপিক্সেল ষ্টিল ক্যামেরা হিসেবে ব্যবহার করা যাবে। পাওয়ার অপটিক্যাল ইমেজ ষ্ট্যাবিলাইজেশন (পাওয়ার ওআইএস) সহ ১২ এক্স অপটিক্যাল জুম রয়েছে। এছাড়া ছবি বা ভিডিওর মান ঠিক রেখেই ১৮এক্স ইন্টেলিজেন্ট জুম ব্যবহার করা যাবে।
দুটি ক্যামেরাতেই ৩ ইঞ্চি টাচস্ক্রিন এলসিডি রয়েছে। জুম, ফোকাস, এপারচার, সাটারস্পিড ইত্যাদি ম্যানুয়েল কন্ট্রোল ব্যবহার করে যে কোন পরিস্থিতিতে নিজের পছন্দমত ভিডিও করা যাবে। ৫.১ চ্যানেল সারাউন্ড সাউন্ড রেকর্ড করা যাবে।
ক্যামেরাদুটির দাম বিক্রি শুরুর ৩০ দিন আগে জানানো হবে।

No comments:

Post a Comment