February 11, 2010

মোবাইল ব্রডব্যান্ডে বিনিয়োগ ৭২০০ কোটি ডলার Global mobile broadband spending seen up to $72 billion

এবছর বিশ্বব্যাপি মোবাইল অপারেটররা ৭২০০ কোটি ডলার ব্যয় করছে মোবাইল ব্রডব্যান্ড প্রযুক্তির পেছনে। বিশ্বব্যাপি অয়্যারলেস ইন্টারনেটের চাহিদা বৃদ্ধির প্রেক্ষিতে এটা করা হচ্ছে। জিএসএম এসোসিয়েশন একথা জানিয়েছে। মোবাইল অপারেটররা যা বিনিয়োগ করছে তার অর্ধেকই ব্যয় করা হচ্ছে এদিকে। ২০০৯ সালের তুলনায় এই পরিমান ১৫ ভাগ বেশি।
এর ৩৪০০ কোটি ডলার ব্যয় হচ্ছে এশিয়া প্যাসিফিকে, ১৯০০ কোটি ডলার আমেরিকায়, ১৪০০ কোটি ডলার ইউরোপে। বিভিন্ন ধরনের নেটওয়ার্কের মধ্যে  এইচএসপিএ (হাই স্পিড প্যাকেট এক্সেস) এর প্রবৃদ্ধি সবচেয়ে বেশি। এর সুবিধা হচ্ছে একইসাখে কথা বলা এবং ইন্টারনেট ব্যবহার করা যায়। এবছর শেষে এইচএসপিএ ব্যবহারকারীর সংখ্যা দাড়াবে ৩৪ কোটি, প্রতিমাসে নতুন ব্যবহারকারীর সংখ্যা ১ কোটি ৩০ লক্ষ। গতবছর গড় নতুন ব্যবহারকারীর সংখ্যা ছিল ৯০ লক্ষ।

No comments:

Post a Comment