February 10, 2010

ছবি কিংবা ভিডিও থেকে থ্রিডি মডেলিং Making 3D Models From Photos and Videos

কখনও যদি কোন বস্তুর থ্রিডি মডেল তৈরী করতে যান তাহলে নিশ্চয়ই জানেন কাজটি কতটা কঠিন। ঘন্টার পর ঘন্টা সময় দিতে হয়। এখানেই শেষ না, কোথায় কোনদিক থেকে কতটুকু আলো ফেললে সঠিক রঙ পাওয়া যাবে সেটা নিয়ে দিন পার করতে হয়। তারপর এনিমেশনের বিষয়।
অথচ একাজটি করা সম্ভব সফটঅয়্যার ব্যবহার করেই। অনেকটা ছবি স্ক্যান করার মত করে।
ছবি থেকে থ্রিডি মডেল তৈরীর জন্য অনেক সফটঅয়্যারই রয়েছে। এদের কোন কোনটি সফটঅয়্যারের প্লাগ-ইন হিসেবে ব্যবহার করতে হয়। ফটো-টু-থ্রিডি ওয়েবসাইটে (http://www.photo-to-3d.com/) বিনামুল্যের সফটঅয়্যার পাওয়া যাবে যেখানে দুটি মাত্র ছবি ব্যবহার করে থ্রিডি পাওয়া যাবে। ষ্ট্রাটা ফটো থ্রিডি (http://www.strata.com/products/strata_3d_cx_suite/strata_foto_3d_cx/
) ব্যবহার করে ফটোশপের ভেতর থেকেই থ্রিডি ফরম্যাটে এক্সপোর্ট করা যায়।
শুধু ছবিই না, ভিডিও থেকেও থ্রিডি তৈরী নিয়ে কাজ করছে অনেকে। আপনি ঝড়ের ভিডিও করলেন, তারপর সেটাকেই থ্রিডি এনিমেশনে পরিনত করলেন, এমন সফটঅয়্যার তৈরী করেছে কেমব্রিজ ইউনিভার্সিটি (http://www.physorg.com/news177180374.html
কাজেই আপনার কাজ ছবি ভিডিও এবং এনিমেশন নিয়ে হয় তাহলে কাজকে আরো আকর্শনীয় করার জন্য এই সফটঅয়্যারগুলির সাহায্য নিতে পারেন।
)।  

No comments:

Post a Comment