February 10, 2010

নাইকনের দুটি ওয়াইড এঙ্গেল লেন্স AF-S NIKKOR 24mm f/1.4 G ED, AF-S NIKKOR 16-35mm f/4G ED VR

বহু প্রতিক্ষার অবসান ঘটিয়ে নাইকনের কাছ থেকে দুটি ওয়াইড এঙ্গেল লেন্স এর ঘোষনা পাওয়া গেল। বলা হচ্ছে ফটোগ্রাফারদের কাছে প্রিয় হবে লেন্সদুটি।  প্রফেশনাল ফটোগ্রাফার ছাড়াও ফটোগ্রাফিতে আগ্রহিরাও পছন্দ করবেন এই লেন্স। এদের একটি AF-S NIKKOR 24mm f/1.4 G ED, আরেকটি AF-S NIKKOR 16-35mm f/4G ED VR
AF-S NIKKOR 24mm f/1.4 G ED লেন্সকে বলা হচ্ছে আলট্রা ফাষ্ট প্রফেশনাল লেন্স। এফ/১.৪ এপারচারের এই লেন্স ব্যবহার করে অল্প আলোতেও ক্যামেরা হাতে ধরে ছবি উঠানো যাবে। ছবির বিষয় এবং ব্যাকগ্রাউন্ডের মধ্যে উল্লেখযোগ্য পার্থক্য পাওয়া যাবে এই লেন্সে।
ভিআর-টু সহ AF-S NIKKOR 16-35mm f/4G ED VR লেন্স নাইকনের সবচেয়ে ওয়াইড লেন্স। সাধারনভাবে ব্যবহৃত সাটার স্পিডের চারভাগের একভাগ ব্যবহার করে আগের ফল পাওয়া যাবে এই লেন্সে। আর্কিটেকচার, ইন্টেরিয়র, ল্যান্ডস্কেপ ছাড়া ভিডিওর ক্ষেত্রেও এই লেন্স সবচেয়ে ভাল মান নিশ্চিত করবে।
AF-S NIKKOR 16-35mm f/4G ED VR লেন্সটি ফেব্রুয়ারীর শেষদিকে বাজারে পাওয়া যাবে। দাম ১২৬০ ডলার। AF-S NIKKOR 24mm f/1.4 G ED লেন্স পাওয়া যাবে মার্চের শেষদিকে। এর দাম ২২০০ ডলার।

No comments:

Post a Comment