February 13, 2010

মোবাইল সিমে ওয়াইফাই SIMFi is a SIM card with built-in Wi-Fi

কোন কোন মোবাইল ফোনে সেট থেকেই ওয়াই-ফাই ব্যবহার করা যায়, কোন কোন সেট কম্পিউটারের সাথে কানেক্ট করতে হয়, কোন সেটে আদৌ ওয়াইফাই ব্যবহার করা যায় না। ওয়াই-ফাই ব্যবহারের জন্য সেট কেনার সময় আপনাকে জেনে নিতে হয় সেখানে ব্যবহার করা যাবে কি-না। যদি এমন হয়, মোবাইল ফোনে যে সিম ব্যবহার করা হয়েছে সে নিজেই ওয়াই-ফাইয়ের কাজ করে দেবে!
এমন সিমই তৈরী করেছে সেগাম অর্গা এবং টেলিফোনিকা। তাদের সিমফাই নামের সিমে ওয়াইফাই রয়েছে। বর্তমান ফোনের সাথে এই সিম ব্যবহার করলে সেট্ ওয়াই-ফাই সহ সেট হিসেবে কাজ করবে।  এ সম্পর্কে বিস্তারিত জানা যাবে বার্সিলোনা মেলায়, তবে ধারনা করা যায় ওয়াই-ফাই না থাকলেও সেটে ওয়াই-ফাই ব্যবহারের জন্য থ্রিজি জাতিয় কিছু থাকা প্রয়োজন হবে।
ওয়াইফাইকে ছোট করে সিমের মধ্যে আনা একটি বড় সাফল্য। আগামীতে সিমের সাথেই ওয়াইফাই রেডিও দেখলেও অবাক হবার কিছু থাকবে না। মোবাইল ফোন এবং ল্যাপটপে ব্যবহারের সময় বারবার সিম খোলা আর লাগানোর ঝামেলায় যেতে হবে না।

No comments:

Post a Comment