February 13, 2010

এপল এপারচারের নতুন ভার্শন Apple announces Aperture 3

এপল তাদের ফটো এডিটিং সফটঅয়্যার এপারচারের নতুন ভার্শন ঘোষনা করেছে। নতুন ভার্শন ৩ তে অন্তত ২০০টি নতুন ফিচার যোগ করা হয়েছে বলে বলা হয়েছে। এর মধ্যে রয়েছে ব্যক্তির চেহারা (ফেস) পৃথক করে ছবি আলাদা করে দেখা।  একইভাবে জিওট্যাগ থেকে যায়গা অনুযায়ী ছবি বাছাই করা যাবে।
এপল ষ্টোর থেকে এপারচার ৩ কেনা যাবে ২০০ ডলারে। আগের ভার্শন ব্যবহারকারীরা অর্ধেক দামে আপগ্রেড করার সুযোগ পাবেন।
উল্লেখ করা যেতে পারে ম্যাক ব্যবহারকারী ফটোগ্রাফারদের কাছে এপারচার অত্যন্ত প্রিয় সফটঅয়্যার যেখানে উইন্ডোজ ব্যবহারকারীরা একই কাজের জন্য পছন্দ করেন ফটোশপ কিংবা লাইটরুম।

No comments:

Post a Comment