February 12, 2010

১২ মেগাপিক্সেল ক্যামেরা হাই ডেফিনিশন ভিডিও সহ নোকিয়া এন-৮ Nokia N8 packing a 12MP camera with 720p video recording

অনেকদিন থেকে গুজব চলে আসা নোকিয়ার এন-৮ নামের মোবাইল ফোন খুব দ্রুতই ঘোষনা করা হচ্ছে। এতে যাকিছু রয়েছে শুনলে অবাক না হয়ে উপায় নেই, ১২ মেগাপিক্সেল ছবি উঠানোর ব্যবস্থা, ৭২০পি হাই ডেফিনিশন ভিডিও রেকর্ডিং এবং এইচডিএমআই পোর্ট।
নোকিয়া এন-৮ (নোকিয়া এন৮-০০) সিমবিয়ান৩ ব্যবহার করা প্রথম ফোন হতে যাচ্ছে। এতে মাল্টিটাচ সুবিধাসহ ৩.৫ ইঞ্চি টাচস্ক্রিন থাকবে। আর নোকিয়ার প্রথম ১২ মেগাপিক্সেল সেকথা হয়ত বলা প্রয়োজন নেই।
এটা সরাসরি ডিভ-এক্স ভিডিও ব্যবহার করবে। কখন বাজারে পাওয়া যাবে, দাম কত এসব জানা যাবে ঘোষনার সময়। আগামী সপ্তাহের বার্সিলোনার ওয়ার্ল্ড মোবাইল কংগ্রেসে ঘোষনা দেয়া হবে বলে ধারনা করা হচ্ছে।

No comments:

Post a Comment