February 12, 2010

নতুন ওপেনঅফিস দ্রুত কাজ করবে New OpenOffice is more compatible

উইন্ডোজ, ম্যাক এবং লিনাক্সের জন্য ওপেনঅফিস ৩.২ ভার্শনে বাহ্যিক পরিবর্তন সামান্যই। তবে বলা হয়েছে এটা আগের চেয়ে দ্রুত কাজ করবে। অন্তত আগের চেয়ে দ্রুত চালু হবে। এছাড়া মাইক্রোসফট অফিস ২০০৭ ফরম্যাট ফাইলের সাথে ভালভাবে কাজ করবে। অন্যান্য পরিবর্তনের মধ্যে রয়েছে ক্যালকুলেশনের সময় কপি/পেষ্ট ব্যবহার, মার্জ, শর্ট ইত্যাদি উন্নত করা হয়েছে বলে জানানো হয়েছে।

ওপেনঅফিস, মাইক্রোসফট অফিসের বিকল্প ওপেন সোর্স সফটঅয়্যার। অফিস প্যাকেজের সব কাজই বিনামুল্যের এই সফটঅয়্যারে করা যায়। যাত্রা শুরুর পর এপর্যন্ত ওপেনঅফিস ডাউনলোড করা হয়েছে ৩০ কোটির বেশি।
নতুন ভার্শন ৩.২ ডাউনলোড করা যাবে এখান থেকে; http://download.openoffice.org/

No comments:

Post a Comment