February 21, 2010

সিগমা ৫০-৫০০ লেন্সে ষ্ট্যাবিলাইজেশন Sigma stabilizes 50-500mm ultra-telezoom

সিগমা তাদের জনপ্রিয় ৫০-৫০০ মিমি আলট্রা টেলিফটো জুম লেন্সে ষ্ট্যাবিলাইজেশন যোগ করে নতুনভাবে বাজারে ছেড়েছে। এই লেন্স সনি, পেনট্যাক্স, সিগমা, ক্যানন এবং নাইকনে ব্যবহার করা যাবে। এর এপারচার এফ/৪.৫-৬.৩।
এর চারটি স্পেশাল লো ডিসপার্শন (এসএলডি) রঙের বিচ্যুতি থেকে রক্ষা করবে। এছাড়া এতে হাইপারসনিক মোটর (এইচএসএম) যোগ করায় অটোফোকাসের সময় শব্দ কম হবে। পুরো জুম এলাকাতেই নিখুত ছবি পাওয়া যাবে এতে।
লেন্সের মাপ ৪.১ ৮.৬ ইঞ্চি। ওজন ১৯৭০ গ্রাম। প্রায় দুকেজি ওজনের লেন্সসহ ক্যামেরা হাতে ধরে ব্যবহার করা কিছুটা কষ্টসাধ্য হবে সন্দেহ নেই। তারপরও এফ/২.৮ ৩০০ মিমি যে কোন লেন্সের চেয়ে এটা হালকা।
এরসাথে অপশনাল ১.৪ এক্স ইএক্স ডিজি টেলিকনভার্টার ব্যবহার করে ৭০-৭০০মিমি এবং ২এক্স ইএক্স ডিজি এপিও কনভার্টার ব্যবহার করে ১০০-১০০০মিমি জুম ব্যবহার করা যাবে।
একই সময়ে ৭০-২০০ মিমি লেন্সের সাথেও একই ধরনের পরিবর্তন এনে বাজারে ছাড়া হয়েছে। এফ/২.৮ এই লেন্সের এর মাপ এবং ওজন ৫০-৫০০ মিমি লেন্সের সমান।

No comments:

Post a Comment