February 22, 2010

সিগমা এসএলআর ক্যামেরা Sigma Digital SLR SD15

থার্ড পার্টি লেন্স নির্মাতা হিসেবে সিগমার যতটা পরিচিতি রয়েছে ক্যামেরা নির্মাতা হিসেবে ততটা নেই। ২০০৬ সালে তারা এসডি১৪ নামে একটি ক্যামেরার ঘোষনা দেয়, ২০০৭ সাল থেকে বিক্রি শুরু হয়। এরই পরবর্তী মডেল হিস্ বাজারে আসতে যাচ্ছে এসডি১৫। এতে একই এপিএস-সি সেন্সর ব্যবহার করা হয়েছে। শুনে হয়ত কিছুটা অবাকই হতে পারেন, এর রেজ্যুলুশন ৪.৬৪ মেগাপিক্সেল। প্রতিটি পিক্সেলের আরজিবি পৃথকভাবে চিনতে সক্ষমতার কারনে বাস্তবে এটা কাজ করে ১৪ মেগাপিক্সেলের মত। এতে ছবি পাওয়া যাবে সাধারন অন্যান্য সেন্সরের চেয়ে ভাল মানের। 

এতে তাদের নিজস্ব  ট্রু-২ ইমেজ প্রসেসর ব্যবহার করা হয়েছে। এর আগে তাদের ডিপি-১, ডিপি-২ ক্যামেরায় ব্যবহার করা হয়েছে এই প্রসেসর।
 এর ডিসপ্লে ৩ ইঞ্চি। এতে সিএফ/মাইক্রোড্রাইভ থেকে শুরু করে এসডি/এসডিএইচসি সবধরনের কার্ড ব্যবহার করা যাবে। আইএসও ৫০-৩,২০০। সাটার স্পিড ৩০-১/৪০০০। কখন বাজারে পাওয়া যাবে কিংবা দাম কত হবে এখনও জানানো হয়নি।

No comments:

Post a Comment