February 17, 2010

সনি এবং পেনট্যাক্সের জন্য সিগমা লেন্স Sigma 17-70mm F2.8-4 DC Macro OS HSM zoom lens

সনি এবং পেনট্যাক্স ডিজিটাল এসএলআর ক্যামেরায় ব্যবহারের জন্য ওয়াইড-জুম লেন্স বাজারে ছাড়ার কথা জানিয়েছে লেন্স নির্মাতা সিগমা। ১৭-৭০ মিমি ম্যাক্রো লেন্সটি ক্যানন, নাইকন এবং সিগমা ক্যামেরায় ব্যবহারের জন্য বাজারে পাওয়া যাচ্ছে বেশ কিছুদিন ধরেই। এখন সনি এবং পেনট্যাক্সের ব্যবহারকারীরাও এই লেন্স ব্যবহারের সুযোগ পাবেন।
এই লেন্সের বিশেষ বৈশিষ্ট হচ্ছে অন্য কোন কোম্পানী সনি এবং পেনট্যাক্সের জন্য ষ্ট্যাবিলাইজড লেন্স তৈরী করেনা। বিষয়টি কিছুটা অবাক করতে পারে কারন সনি এবং পেনট্যাক্স দুজনেরই ইন-বডি ষ্ট্যাবিলাইজেশনের ব্যবস্থা রয়েছে। দুধরনের ষ্ট্যাবিলাইজেশন ব্যবস্থারই নিজস্ব ভালো এবং মন্দ উভয় দিক রয়েছে। নতুন এই ব্যবস্থা ফটোগ্রাফারদের অতিরিক্স সুবিধে দেবে বলে ধরে নেয়া যায়।
এই লেন্সের দাম ৬২০ ডলার।

No comments:

Post a Comment