February 17, 2010

বছরের সেরা ফোন এইচটিসি হিরো HTC Hero phone of the year 2010

গ্লোবাল মোবাইল এওয়ার্ড ২০১০ এর সেরা পুরস্কার পেয়েছে এইচটিসি হিরো। হাই-ডেফিনিশন ভয়েস প্রযুক্তিতে এই ফোন অন্য সবাইকে পিছনে ফেলেছে। প্রতিযোগিতায় তার প্রতিদ্বন্দি ছিল স্যামসাং ষ্টার, নোকিয়া এন-৯৭ মিনি, ব্লাকবেরি বোল্ড ৯৭০০ এবং স্যামসাং অমনিয়া এইচডি।
এইচটিসি হিরো ফোনে রয়েছে স্নাপড্রাগন প্রসেসর। এতে নতুন অপেরা মিনি ব্রাউজার রয়েছে।
মোবাইল গেমের সেরা পুরস্কার পেয়েছে লাষ্ট সিটি। অন্যান্য প্রতিযোগি ছিল সিমস ৩, ফার্ম ফ্রেঞ্জি, হিরো অব স্পার্টা এবং স্পিড হিরো।
অন্যান্য পুরস্কারপ্রাপ্তদের তালিকায় রয়েছে সামাজিক এবং অর্থনৈতিক উন্নয়নে ভুমিকা রাখার জন্য গ্রামীন ফাউন্ডেশন, সেরা নেতৃত্ব কেনিয়া, সেরা ব্যক্তিত্ব এপলের ষ্টিভ জবস।
বিভিন্ন বিভাগ এবং পুরস্কারপ্রাপ্তদের পুরো তালিকা পাওয়া যাবে এখানে

No comments:

Post a Comment