February 17, 2010

গুগলের অনুবাদ ফোন Google demonstrates phone that translates text

বার্সিলোনার মোবাইল মেলায় গুগল একটি মোবাইল ফোন দেখিয়েছে যা ফোনের ক্যামেরায় উঠানো লেখা অনুবাদ করতে সক্ষম। সেখানো দেখানো হয়েছে জার্মান ভাষার একটি খাবার মেনুর ছবি তুলে গুগলের সার্ভারে পাঠানো হয়েছে এবং সেখান থেকে তার ইংরেজি অনুবাদ পাওয়া গেছে।
কাজটি করে দেখানো হয়েছে এন্ড্রয়েড অপারেটিং সিষ্টেমের সফটঅয়্যার ব্যবহার করে। সফটঅয়্যারটি কতদিনে ব্যবহারকারীদের কাছে পৌছুবে সে সম্পর্কে কিছু বলা হয়নি। গুগলের প্রধান এরিক স্মিট ক্লাউড কম্পিউটিং সম্পর্কে বক্তব্য দেয়ার সময় তারই অংশ হিসেবে এটা দেখানো হয়।
সেখানে একটি এন্ড্রয়েড ফোনে ফ্লাশ ভিত্তিক গেম এবং ভিডিও দেখানো হয়। ইন্টারনেটের একটি সাধারন ফরম্যাট ফ্লাশ যা সাধারনভাবে কম্পিউটারে ব্যবহার করা যায়। আইফোনসহ অন্য কোন ফোনে ফ্লাশ ব্যবহার করা যায় না। এন্ড্রয়েড এবং আরো কিছু অপারেটিং সিষ্টেমের জন্য ফ্লাশ ব্যবহারের সুবিধা এবছরই পরের দিকে চালু হওয়ার কথা।

No comments:

Post a Comment