February 9, 2010

মোবাইলে ১৩ মেগাপিক্সেল ছবি, ১০৮০পি ভিডিও NEC camera chip promises 13MP stills, 1080p video for mobile phones

একাধিক কোম্পানী জানিয়েছে তারা অনেক ভাল মানের ছবি এবং ফুল হাই ডেফিনিশন ভিডিওর ব্যবস্থা করতে পারে মোবাইল ফোনে। সমস্যা, মোবাইল ফোনের সেটা প্রসেস করার শক্তি নেই। সমস্যার সমাধান দিচ্ছে এনইসি। তাদের CE151 চিপ ব্যবহার করে ১৩ মেগাপিক্সেল ছবি এবং ফুল হাই ডেফিনিশন ভিডিও ব্যবহার করা সম্ভব হবে।
এনইসির এই প্রসেসর অন্যান্য প্রসেসরের থেকে ২৫ ভাগ কম শক্তি ব্যবহার করবে। এছাড়া মান ঠিক রাখার জন্য বিশেষ নয়েজ-রিডাকশন এলগরিদম ব্যবহার করবে। এবছরই ক্যামেরাফোনে এটা ব্যবহার করা হবে বলে জানানো হয়েছে।
এর আগে সনি এরিকশন ৭২০পি হাই ডেফিনিশন ভিডিও এবং ৮ মেগাপিক্সেল ছবির ভিভাজ ফোনের কথা জানিয়েছে। বাস্তবে এখন পর্যন্ত ১২ মেগাপিক্সেল পর্যন্ত ক্যামেরা পাওয়া যায়।

No comments:

Post a Comment