February 10, 2010

সাদাকালো ছবিকে রঙিন করার ফটোশপ প্লাগইন AKVIS Coloriage 7.0

একেভিসের সাদাকালো ছবিকে রঙিন করার ফটোশপ প্লাগইন কালারিএজ এর নতুন ভার্শন ছাড়া হয়েছে। ছবির কোন অংশে কি রঙ ব্যবহার করতে চান সেটা বলে দিন। সফটঅয়্যার নিজেই জানে সেই রঙ কতদুর পর্যন্ত ব্যবহার করতে হবে। ফল, ঝকঝকে রঙিন ছবি।
নতুন ভার্শন ৭.০ তে যা পরিবর্তণ আনা হয়েছে তা হচ্ছে, নতুন ধরনের সহজ ইন্টারফেস ডিজাইন। নতুন মাল্টিকালার মোড। এর ফলে একইসাথে কয়েকটি রং ব্যবহার করা যাবে। বিভিন্ন টুল দিয়ে একবারে ছবির বিভিন্ন অংশ রঙিন করা যাবে।
উইন্ডোজ ৭ এবং ম্যাক স্নো লেপার্ডের সাথে ব্যবহারযোগ্য। ৬৪ বিট সাপোর্ট। ফটোশপ ছাড়াও ফটোশপ এলিমেন্ট ৮ এর সাথেও কাজ করবে। এর ডকুমেন্টেশনেরও আপডেট করা হয়েছে।
আগের ভার্শন ব্যবহারকারীরা বিনামুল্যে আপডেট করার সুযোগ পাবেন। এছাড়া তাদের ওয়েবসাইট থেকে ১০ দিন ব্যবহারযোগ্য ভার্শন ডাউনলোড করা যাবে।

No comments:

Post a Comment