February 9, 2010

গেম আপলোড করে ১৩ লক্ষ ডলার জরিমানা Gamer to pay Nintendo $1.3 mln for illegal upload

অবৈধভাবে গেম আপলোড করায় একজন অষ্ট্রেলিয়কে ১৩ লক্ষ ডলার জরিমানা দিতে বলা হয়েছে। গেম বাজারে আসার ৬ দিন আগে গেমটি আপলোড করে সে। ফল, এর নির্মাতা নিনটেনডোর মামলা এবং এই সাজা।
নিনটেনডোর তৈরী সুপার মারিও ব্রস গেমটি সে হ্যাক করে এবং ৬ নভেম্বর (২০০৯) ইন্টারনেটে আপলোড করে। এরফলে নিনটেনডোর হাজার হাজার কপি বিক্রি ক্ষতিগ্রস্থ হয়েছে বলে তারা জানিয়েছে। তাকে ক্ষতিপুরন হিসেবে ১৫ লক্ষ অষ্ট্রেলিয়ান ডলার (১৩ লক্ষ মার্কিন ডলার) দিতে হবে।
জেমস বার্ট নামের ২৪ বছর বয়সি অষ্ট্রেলিয় একাজ করার পর নিনটেনডো সেটি কম্পিউটার বিশেষজ্ঞের কাছে পাঠায় এর উস বের করার জন্য এবং এভাবেই তার খোজ পাওয়া যায়।
জরিমানার অর্থ ছাড়াও মামলা করার জন্য নিনটেনডোর খরচ ১ লক্ষ ডলারও তাকে দিতে হবে।

No comments:

Post a Comment