February 9, 2010

মোবাইল ফোনে সোসাল নেটওয়ার্কিং সুবিধে আনছে স্যামসাং-এলজি LG, Samsung Go Social With Latest Handsets

আগামী সপ্তাহে বার্সিলোনায় শুরু হতে যাচ্ছে মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস, মোবাইল ফোনের সবচেয়ে বড় মেলা। সেখানে সোস্যাল নেটওয়ার্কিং সুবিধে সহ ফোন আনার কথা জানিয়েছে দক্ষিন কোরিয়ার দুই বৃহ  মোবাইল ফোন নির্মাতা স্যামসাং এবং এলজি। দুটি ফোনেই বড় আকারের টাচস্ক্রিন থাকবে, সংযোগের জন্য ওয়াই-ফাই থাকবে এবং সোস্যাল নেটওয়ার্কিং সাইট ব্যবহারের সুবিধে থাকবে।
স্যামসাং মন্টে তাদের এস-সিরিজের ফোন। এতে ফেসবুক এবং মাইস্পেস থাকবে। এছাড়া টুইটার, বেবো এবং অন্যান্য মেসেজিং নেটওয়ার্ক ব্যবহারের সুযোগ থাকবে।
এতে ৩ ইঞ্চি টাচস্ক্রিন ডিসপ্লে রয়েছে। জিপিএস রিসিভার রয়েছে যেখানে গুগল ল্যাটিচুড ব্যবহার করে ম্যাপে আপনার অবস্থান জানানো যাবে। এছাড়া এতে ৩.২ মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে।
ইমেইল এবং কম্পিউটারের সাথে তথ্য আদান-প্রদানের জন্য একটিভ সিংক এবং গুগল সিংক দুটি সফটঅয়্যারও রয়েছে।
এলজি-জিডি৮৮০ মিনি সরাসরি ফেসবুক এবং টুইটারের সাথে কানেক্ট হবে। এছাড়া বিভিন্ন সোস্যাল নেটওয়ার্কের আপডেট সরাসরি পাওয়া যাবে।
এতে রয়েছে ৩.২ ইঞ্চি টাচস্ক্রিন ডিসপ্লে, ৫ মেগাপিক্সেল ক্যামেরা, জিপিএস রিসিভার এবং থ্রিজি কানেকটিভিটি।
এলজি সেট মার্চে বিক্রি শুরু হবে বলে জানানো হয়েছে, স্যামসাং এখনও সময় জানায়নি। সেটগুলির দাম এখনও জানানো হয়নি।

No comments:

Post a Comment