February 18, 2010

ফেসবুক-মাইস্পেসকে আউটলুকে আনছে মাইক্রোসফট Microsoft to pull Facebook, MySpace into Outlook

কদিন আগে গুগল তাদের ইমেইল সার্ভিস জিমেইলকে গুগল বাজ নামের সোস্যাল নেটওয়ার্ক সাইটে পরিনত করেছে। এবারে মাইত্রোসফট তাদের আউটলুকের মধ্যে আনতে যাচ্ছে ফেসবুক এবং মাইস্পেসের মত সোস্যাল নেটওয়ার্ক সাইট। এজন্য ব্যবহার করা হবে এর নাম আউটলুক সোস্যাল কানেকটর নামে এড-অন।

গত নভেম্বরে এড-অন হিসেবে এর কথা জানা যায়। গতকাল মাইক্রোসট সোস্যাল কানেকটর আপডেট করেছে। ফেসবুক-মাইস্পেস ছাড়াও এর মাধ্যমে তাদের বিজনেস নেটওয়ার্কিং সাইট লিংকড ইন এর সাথে যোগাযোগ করা যাবে। অফিস ব্যবহারকারীরা আউটলুক সোস্যাল কানেকটর বেটা ডাউনলোড করতে পারেন এবং এড-অনের জন্য লিংকড ইনে যেতে পারেন।
মাইক্রোসফটের বিনামুল্যের ইমেইল সেবা হটমেইল এবং উইন্ডোজ লাইভ মেসেঞ্জার অত্যন্ত জনপ্রিয়। কিন্তু তাদের উইন্ডোজ লাইভ ব্লগ ফেসবুকের কাছে প্রতিযোগিতায় সুবিধে করতে পারেনি। তারা জানিয়েছে এবছর জুনে মাইক্রোসফট অফিস ২০১০ রিলিজের সময় ফেসবুক এবং মাইস্পেস প্লাগইন পাওয়া যাবে।

No comments:

Post a Comment