January 30, 2010

স্যামসাং এর থ্রিডি ক্যামেরা Samsung 3D camera

এবছর হবে থ্রিডির বছর, বহুবার বলা হয়েছে একথা। তারপরও মনে হতে পারে অনেক কিছুই হয়ত ধীরগতিতে চলছে। থ্রিডি ক্যামেরা বলতে এখনও একমাত্র ফুজিফিল্ম ফাইনপিক্স রিয়েল থ্রিডি ডব্লিউ ১।
এই অবস্থার পরিবর্তন হতে যাচ্ছে দ্রুতই। স্যামসাং তাদের থ্রিডি ক্যামেরার প্রোটোটাইপ দেখিয়েছে। কাজেই অল্পকিছুদিনের মধ্যেই তাদের থ্রিডি ক্যামেরার ঘোষনা আসছে।
স্যামসাং দেখিয়েছে তাদের ক্যামেরা ব্যবহার করে যে কেউ নিজেই থ্রিডি ছবি কিংবা ভিডিও করতে পারবে। আর একথা নিশ্চিত যে অবতারের সাফল্যের পর থ্রিডি ভিডিওর চাহিদা বাড়বে।
স্যামসাং এর ক্যামেরাটি ১২ মেগাপিক্সেল। থ্রিডি ক্যামেরা বৈশিষ্ট অনুযায়ী এতে দুটি লেন্স রয়েছে। এবছর পিএমএ হয়ত তাদের ক্যামেরার জন্য খুব কম সময় হয়ে যায়, তবে ফটোকিনা-য় একে দেখা যেতে পারে।

No comments:

Post a Comment