January 30, 2010

ইন্টেল এবং এএমডি-র ৬ কোর প্রসেসর আসছে মে মাসে Intel and AMD six-core CPUs to come in May

জানা কথা একসময় এটা ঘটবে। একসময় ৬ কোর প্রসেসর ব্যবহার করা হবে। কতদিনে সেটাই ছিল প্রশ্ন। খুব বেশিদিন অপেক্ষা করতে হবে না, এবছর অর্ধেক পেরনোর আগেই ইন্টেল এবং এএমডি-র ৬ কোর প্রসেসর বাজারে পাওয়া যাবে। ডিজিটাইমস এই খবর দিয়েছে। 
প্রথম বাজারে আসবে ইন্টেলের Core i7-980X । মার্চেই এটা বাজারে আসার কথা। এর দাম ১ হাজার ডলার। 
আর এএমডির Phenom II X6 1000T সিরিজের ৬ কোর প্রসেসর আসতে সময় নেবে মে পর্যন্ত। একসাথে তাদের তিনটি প্রসেসর Phenom II X6 1075T, 1055T এবং 1035T বাজারে আসার কথা। সেইসাথে তাদের কোয়াড-কোর প্রসেসরগুলিকেও আপডেট করা হবে।

No comments:

Post a Comment