January 30, 2010

ক্যাননের ৫ কোটি ইএফ লেন্স Canon celebrates production of 50 million EF lenses

১৯৮৭ সালে ইওএস সিরিজের অটোফোকাস লেন্স তৈরী শুরু করার পর আজ পর্যন্ত ৫ কোটি ইএফ লেন্স তৈরী করেছে ক্যানন। প্রথম ১ কোটিতে পৌছুতে তাদের সময় লেগেছিল সাড়ে ৮ বছর। ২০০৮ এর এপ্রিলে ৪ কোটিতে পৌছেছিল। এরপর বাকি দেড় বছরে আরো ১ কোটি বেড়েছে।

ইওএস ক্যামেরা এবং লেন্স তৈরী করে ১৯৮৭ সাল থেকেই ক্যানন ক্যামেরার জগতে অগ্রনী ভুমিকা পালন করছে। তারা প্রথম আলট্রাসনিক মোটর পাওয়ার লেন্স (এইএসএম) তৈরী করে। এরপর ব্যবহৃত ইমেজ ষ্ট্যাবিলাইজেশন (আইএস), সাবওয়েভলেন্থ স্ট্রাকচার কোটিং (এসডব্লিউসি), এন্টি-রিফ্লেকশন টেকনোলজি ইত্যাদি তাদের নিজস্ব প্রযুক্তি। গতবছর তারা হাইব্রিড ইমেজ ষ্ট্যাবিলাইজেশন ব্যবহার শুরু করে।
বর্তমানে ক্যানন লেন্সের ৬৫টি মডেল রয়েছে। সুপার ওয়াইড এঙ্গেল থেকে সুপার টেলিফটো জুম লেন্স পর্যন্ত। প্রথমিক ব্যবহারকারী থেকে শুরু করে পেশাদারদের জন্য।
জাপানের দুটি কারখানার বাইরে মালয়েশিয়া এবং তাইওয়ানে তাদের একটি করে কারখানা রয়েছে।

No comments:

Post a Comment