January 30, 2010

গুগল ইন্টারনেট এক্সপ্লোরার ৬ বাদ দিচ্ছে Google phasing out support for IE6

আপনি যদি গুগল ব্যবহার করেন, আরো নির্দিষ্টভাবে গুগল ডকস কিংবা গুগল সাইট সার্ভিস ব্যবহার করেন তাহলে আপনাকে ইন্টারনেট এক্সপ্লোরার ৬ ত্যাগ করতে হবে। মার্চের ১ তারিখ থেকে গুগল ইন্টারনেট এক্সপ্লোরার ৬ এর জন্য কোন সেবা দেবে না। আপনাকে কমপক্ষে ভার্শন ৭ ব্যবহার করতে হবে।
আপনি অনায়াসেই এক্সপ্লোরার ৭ কিংবা ৮ ব্যবহার করতে পারেন, কিন্তু বাস্তবতা হচ্ছে নতুন ভার্শনের ব্যবহার এখনও বেশ কম। গুগল ডক এবং সাইট ব্যবহারের জন্য কমপক্ষে যা প্রয়োজন তা হচ্ছে ইন্টারনেট এক্সপ্লোরার ৭, ফায়ারফক্স ৩.০ বা পরবর্তী ভার্শন, ক্রোম ৪.০ বা পরবর্তী ভার্শন, সাফারী ৩.০ কিংবা পরবর্তী ভার্শন।

No comments:

Post a Comment