January 30, 2010

এপল আইপ্যাডের নামে অভিযোগ Apple's IPad Marketing Sparks Complaint to FTC

এপল আইপ্যাড ঘোষনা করেছে মাত্র দুদিন আগে। এরই মধ্যে তার নামে যুক্তরাষ্ট্রের ফেডারেল ট্রেড কমিশনের কাছে অভিযোগ করেছে একজন। তার অভিযোগ এপল আইপ্যাডে ফ্লাশ প্লেয়ার কাজ করে দেখিয়ে বিভ্রান্তিকর প্রচার চালিয়েছে। এপল প্রধান ষ্টিভ জবস আইপ্যাডের প্রদর্শনীতে একটি আইপ্যাড ব্যবহার করে দেখান। সেখানে এপলের ওয়েবসাইট ব্যবহার করা হয়েছে। নিউ ইয়র্ক টাইমস পত্রিকার ওয়েব পেজ দেখানো হয়েছে। আর বিপত্তি বেধেছে সেখানেই।

ওয়েব এবং গ্রাফিক ডিজাইনার পল থ্রেট আপত্তি করে বলেছেন আইপ্যাডে নিউ ইয়র্ক টাইমসের যে ওয়েব পেজ দেখানো হয়েছে তা ফ্লাশ প্লেয়ার ছাড়া ব্যবহার করা সম্ভব না। অথচ আইপ্যাডের বর্ননায় ফ্লাশ প্লেয়ার নেই। তিনি বলছেন ফ্লাশ প্লেয়ার না থাকা অবস্থায় সেটা দেখানো অন্যায়।
বর্তমানে ওয়েব ব্যবহৃত গেমের ৭০ ভাগ এবং ভিডিওর ৭৫ ভাগ ব্যবহারের জন্য এডবির তৈরী ফ্লাশ প্লেয়ার প্রয়োজন হয়। কিন্তু এপলের আফোন, আইপড এর মত আইপ্যাডেও এটা যোগ করা হয়নি। এখন পর্যন্ত এজন্য এডবির সাথে যোগাযোগ করা হয়নি। অথচ আগামী ৬০ দিনের মধ্যে আইপ্যাড বাজারে আসার কথা।
থ্রেট নিজে একজন এপলের ভক্ত। তিনি আইপ্যাডকে আইপডের একধাপ সামনে যাওয়া বলে উল্লেখ করেন।
এপলের পক্ষ থেকে এবিষয়ে কোন প্রতিক্রিয়া জানানো হয়নি।
আপডেট : বিতর্কের প্রেক্ষিতে এপল তাদের প্রচারনা থেকে ফ্লাশভিত্তিক সবকিছু সরিয়ে ফেলেছে।

No comments:

Post a Comment