January 28, 2010

ওরাকল হার্ডঅয়্যার ব্যবসা শুরু করছে Oracle buys Sun, becomes hardware company

ওরাকল সান মাইক্রোসিষ্টেমসকে কিনে নিচ্ছে একথা আগেই জানা গেছে ৭০০ কোটি ডলারেরও বেশি দামে সেই কেনাকাটার পর্ব শেষে ওরাকল জানাচ্ছে তারা হার্ডঅয়্যার ব্যবসাও করতে যাচ্ছে ব্যবহারকারীরা যেন সহজে সেবা পান সে লক্ষ্যে হার্ডঅয়্যার এবং সফটঅয়্যার প্যাকেজ হিসেবে বিক্রির পরিকল্পনা করেছে তারা এই পদক্ষেপকে নতুন যুগের সুচনা বলে মন্তব্য করছেন অনেকেই
গত এপ্রিলে ওরাকল জানায় তারা সান মাইক্রোসিষ্টেম কিনতে চায় ইউরোপিয়ান কমিশন জানুয়ারীর ২১ তারিখে এটার অনুমোদন দেয় কোন কোম্পানী কেনাবেচার ক্ষেত্রে এটা সবচেয়ে বড় এক ঘটনা ২৮ বছর আগে যাত্রা শুরু করেছিল সান মাইক্রোসিষ্টেমস এই দুই কোম্পানী এক হওয়ার ফলে তাদের প্রতিযোগি অনেকেই বিপদে পরবে বলে ধারনা করা হচ্ছে এই তালিকায় রয়েছে এইচপি, সিসকো, ইএমসি এর মত বড় কোম্পানী
সান মাইক্রোসিষ্টেমসের ব্যবসার মধ্যে ছিল সার্ভার, ষ্টোরেজ, স্পার্ক প্রসেসর, সোলারিস অপারেটিং সিষ্টেম, জাভা, মাইএসকিউএল ইত্যাদি অন্যদিকে ওরাকলের মুল ব্যবসা ব্যবসা ডাটাবেজ এবং ব্যবসা সংক্রান্ত সফটঅয়্যার তৈরী

No comments:

Post a Comment