January 28, 2010

ক্ষুদ্রাকার রেডিও/ক্ষুদ্রতম স্পিকার Motz MusicBox FM radio is probably the tiniest boombox

ছবি দেখে হয়ত ধারনা করা কঠিন এর আকার কত ছোট ৩৭-১৯-২৬ মিলিমিটার ওজন ১৭ গ্রাম কাঠের তৈরী এর বিশেষত্ব শুধু আকারেই নেই, কাজের দিক থেকে শক্তিশালী রেডিও জোড়ালো শব্দ সাধারন এমপিথ্রি প্লেয়ারকে হার মানায় অনায়াসে পকেটে করে বয়ে বেড়ানো যাবে এবং এফএম রেডিও শোনা যাবে তারচেয়েও বড় কথা, স্পিকার হিসেবে ব্যবহার করা যাবে এমপিথ্রি প্লেয়ারের সাথে

এত ছোট আকারের কাঠের বক্সের মধ্যে ১.৫ ওয়াট স্পিকার, রিচার্জেবল ব্যাটারী, রেডিও রিসিভার সবকিছু বসানোর কাজটি খুব সহজ ছিল না তারপরও সেটা করা হয়েছে নিখুতভাবে এতে একটি অডিও জ্যাকও রয়েছে এমপিথ্রি প্লেয়ার কিংবা অন্যকিছুর সাথে লাগিয়ে একে স্পিকার হিসেবে ব্যবহার করা যাবে একে ইউএসবি পোর্টে লাগিয়ে ব্যাটারী চার্জ দেয়া যাবে
আপাতত মটস মিউজিকবক্স বিক্রি হচ্ছে শুধুমাত্র কোরিয়ায় দাম ৩৫ ডলার

No comments:

Post a Comment